Menu Close

জুলাই ২০২০ | July 2020

সম্পাদকীয়

নতুনের অপেক্ষাকে কি সাধনা বলা যায়?

আমার কাছে সাধনা সে-এক অপেক্ষাই। গুছিয়ে নেওয়ার পর পরীক্ষা, সব গোছানো হল তো? ট্রেন ধরার আগে এই ভাবনা তাড়িয়ে বেড়ায়। সবটা ঠিক মতন গুছিয়ে তোলাই তো সাধনা। যা কিছু অগোছালো, তাই তো পূর্ণতার পথে বাধা। প্রতিদিন সেই চেষ্টাই চালাতে হয় সকলকে। যেমন, সকালে ঘুম থেকে উঠে নিজেকে গুছিয়ে নেওয়ার কাজ করি। কতটা কথার মাঝে থাকব, কতটা বলব, গতকাল কতটা বলে ক্লান্ত হয়েছি, দিন-শেষে লজ্জা করেছে নিজেরই কথার ভার দেখে! সাধনায় বিরাম যায় না৷ হয় কিনা, সে-প্রশ্ন থাক। ভুলের ভারও যে সাধনাকেই বইতে হয়। যখন লিখতে বসি, ভয় করে একই কথা, বাক্যের মালা গাঁথতে বসিনি তো?


Spread the love