Menu Close

সেপ্টেম্বর ২০২৫ | September 2025

সম্পাদকীয়

ছয় বছর হবে। ‘অতিভুজ’ প্রকাশ করিনি। করিনি কারণ একঘেয়ে হয়ে উঠছিল। সেই কবিতা, সেই গল্প, প্রবন্ধ। লেখা এডিট করবার অনুরোধ করলে ফোন কেটে দিয়ে সেই লেখাই অন্য পত্রিকায় ছাপতে দেওয়া দেখতে দেখতে মনে হয়েছিল সাহিত্যে জোগাড়ের কাজ করবার প্রয়োজন কী! সাত বছর পর আবার কী এমন হল যে ‘অতিভুজ’ ফিরিয়ে আনছি? না, কোনও মহৎ কাজ করতে চলেছি এসব দাবি করছি না। তবে বাংলা সমালোচনা সাহিত্য নিয়ে কাজ করতে ইচ্ছে হল। বাংলা বইয়ের আলোচনা করতে গেলেই আজকাল দুটো দিক থাকে, এক, সবটাই খুব ভালো, না হলে, সবটাই খুবই খারাপ।


Spread the love