বিভাগ
বুক রিভিউ
২. ‘সব গদ্যই মেলানকোলিক’ অথবা অন্য রকম কিছুও – একটি পাঠ প্রতিক্রিয়া

সম্পাদকীয়
ছয় বছর হবে। ‘অতিভুজ’ প্রকাশ করিনি। করিনি কারণ একঘেয়ে হয়ে উঠছিল। সেই কবিতা, সেই গল্প, প্রবন্ধ। লেখা এডিট করবার অনুরোধ করলে ফোন কেটে দিয়ে সেই লেখাই অন্য পত্রিকায় ছাপতে দেওয়া দেখতে দেখতে মনে হয়েছিল সাহিত্যে জোগাড়ের কাজ করবার প্রয়োজন কী! সাত বছর পর আবার কী এমন হল যে ‘অতিভুজ’ ফিরিয়ে আনছি? না, কোনও মহৎ কাজ করতে চলেছি এসব দাবি করছি না। তবে বাংলা সমালোচনা সাহিত্য নিয়ে কাজ করতে ইচ্ছে হল। বাংলা বইয়ের আলোচনা করতে গেলেই আজকাল দুটো দিক থাকে, এক, সবটাই খুব ভালো, না হলে, সবটাই খুবই খারাপ।