অতিভুজ অনলাইন সংখ্যা প্রকাশিত হল। এবার থেকে প্রতি সপ্তাহে আপডেট হবে পত্রিকার সংখ্যা। অর্থাৎ লেখা জমা দেওয়া যাবে প্রতিদিন। জমা দেওয়ার আগে কিছু নিয়মে চোখ বুলিয়ে নেওয়াটাই ভালো।
১. কবিতা পাঠাতে চাইলে ন্যূনতম পাঁচটি কবিতা পাঠান। কোনও থিম নেই, যেমন ইচ্ছে লিখতে পারেন কবিতা। বাংলায় হাইকুর চল নেই বললেই চলে। চেষ্টা করতে ক্ষতি কী? অতি-দীর্ঘ কবিতা না হলেই ভালো।
২. গল্প পাঠান। দুটো পাঠালে ভালো, একটাতেও কাজ চলে যাবে। শব্দসীমা ৩০০০। সমসাময়িক ঘটনা বা পরিস্থিতির প্রতিফলন থাকলে তো সোনায় সোহাগা! ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র গল্পে আমাদের বিশ্বাস কম। পাঠাতে চাইলে চাবুক গল্প পাঠান। উপন্যাসকেও স্বাগত। তবে বেশি বড় উপন্যাস হলে ধারাবাহিক প্রকাশের কথা ভাবা যেতে পারে।
৩. প্রবন্ধ পাঠাতে চাইছেন? চটপট পাঠিয়ে দিন। শব্দসীমা ৩০০০। প্রবন্ধের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা গুরুত্ব পাবে, বলাই বাহুল্য।
৪. আপনি কট্টর অথবা মৃদু সমালোচক? লিখে পাঠিয়ে দিন। এ ক্ষেত্রে শাম্ভবী বা হাওয়াকল বা চিত্রাঙ্গী প্রকাশিত গ্রন্থ গ্রাহ্য হবে না। শব্দসীমা ১৫০০-২০০০। গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে একটা কথা বলার ছিল। যে বইটি আপনাকে সমালোচনা লেখার পর্যাপ্ত রসদ যোগাবে না, সেই বই থেকে আমাদেরকে, আমাদের পাঠককেও দূরে রাখুন।
৫. লেখা অভ্রতে টাইপ করে ওয়ার্ড ফাইলে পাঠাবেন। ইমেজ ফর্ম্যাটে নয়। পিডিএফ নয়। যাবতীয় জিজ্ঞাস্য মেইল করতে পারেন। মেইলের উত্তর সময়মতো পেয়ে যাবেন।
লেখা মনোনীত হলে জানিয়ে দেবো আমরা।
আমাদের ইমেইল atibhujpatrika@gmail.com