সেপ্টেম্বর ২০২৫ | September 2025

বিভাগ
বুক রিভিউ
২. ‘সব গদ্যই মেলানকোলিক’ অথবা অন্য রকম কিছুও – একটি পাঠ প্রতিক্রিয়া

ছয় বছর হবে। ‘অতিভুজ’ প্রকাশ করিনি। করিনি কারণ একঘেয়ে হয়ে উঠছিল। সেই কবিতা, সেই গল্প, প্রবন্ধ। লেখা এডিট করবার অনুরোধ করলে ফোন কেটে দিয়ে সেই লেখাই অন্য পত্রিকায় ছাপতে দেওয়া দেখতে দেখতে মনে হয়েছিল সাহিত্যে জোগাড়ের কাজ করবার প্রয়োজন কী! সাত বছর পর আবার কী এমন হল যে ‘অতিভুজ’ ফিরিয়ে আনছি? না, কোনও মহৎ কাজ করতে চলেছি এসব দাবি করছি না। তবে বাংলা সমালোচনা সাহিত্য নিয়ে কাজ করতে ইচ্ছে হল। বাংলা বইয়ের আলোচনা করতে গেলেই আজকাল দুটো দিক থাকে, এক, সবটাই খুব ভালো, না হলে, সবটাই খুবই খারাপ। বেশিরভাগ আলোচনা পড়ে এটা স্থিরই করতে পারি না, বইটি পড়বার প্রয়োজনীয়তা কোথায়? আর কোনও বই যদি এতটাই খারাপ হয় তাহলে সেটি পড়ে আলোচক তার এবং পাঠকের সময় নষ্ট করছেন কেন? আবার পত্রিকারা বই চান বিজ্ঞাপন দিয়ে। আচ্ছা তাঁরা বই খোঁজেন না কেন? তাঁরা একজন আলোচককেও চাকরি দিতে পারেন না, যার কাজ হবে ভারতীয় ভাষার ভালো বই খুঁজে এনে আলোচনা করবেন? আপাতত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আবার ‘অতিভুজ’ শুরু হল। এই অধ্যায়ের নাম, ‘অতিভুজ রিভিউ’। আমরা ঠিক করেছি তিনটি পয়েন্টে কাজ করব।
১. যুক্তিহীন ভালো বা মন্দ থাকবে না আলোচনায়।
২. বই আমাদের পাঠাবেন না। বড় জোর খোঁজ দিতে পারেন। আমরা নিজেরা তা সংগ্রহ করব এবং আমাদের আলোচকদের পাঠাব।
৩. বই না পড়ে সেই বইয়ের রিভিউ গ্রহণ করা হবে না। ফলে আলোচনাও আপাতত আমন্ত্রণমূলক। তবে কেউ লিখতে চাইলে যোগাযোগের রাস্তা খোলা। তাঁকে তাঁর প্রয়োজনমতন বই এবং সাম্মানিক আমরা দেব।
এই সংখ্যা শুরু হল চারটি বইয়ের আলোচনা দিয়ে। কেমন লাগলো জানাবেন আমাদের খোলা মনে। যদি আলোচনা ভালো লাগে, বইগুলো হাতে তুলে দেখবেন।